মেহেরপুর নিউজ, ১৪ নভেম্বর:
“আয়করের প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি, উন্নয়ন ও উত্তরন আয়করের অর্জন” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায় শুরু হয়েছে আয়কর মেলা ২০১৮। আয়োজকরা জানান, আগামী ১৭ নভেম্বর শনিবার পর্যন্ত মেহেরপুর পৌর টাউন হলে চলবে এই মেলা।
বুধবার বেলা ১১টার দিকে পৌর টাউন হলে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, জেলা চেম্বার অব কমার্স এর সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের উপ-কর কমশিনার হাসানুর রহমান।
এবারের আয়কর মেলায় মোট ৮টি ষ্টল প্রদর্শিত হচ্ছে। আলোচনা শেষে অতিথিরা ষ্টল পরিদর্শন করেন।