বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের চাঁদবিলে জামায়েত ইসলামির গণসংযোগ ও পথসভা

By Meherpur News

April 27, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা জামায়েত ইসলামির চাঁদবিল গ্রামে গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়। রবিবার রাতে চাঁদবিল গ্রামে গণ সংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা জামায়েত ইসলামির আমির সোহেল রানা সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ তাজ উদ্দীন খান।

বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী জাব্বারুল ইসলাম।

এর আগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াত ইসলামীর আমির মাওঃ তাজ উদ্দীন খান চাঁদবিল গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।