বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চুরি হওয়া ২ লক্ষ টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার

By Meherpur News

April 24, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর গ্রামের একটি দোকানে চুরির ঘটনায় মুজাহিদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ ২ লক্ষ  টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালের দিকে শ্যামপুর গ্রামের মুজাহিদকে চুরির টাকাসহ আটক করা হয়। মুজাহিদ শ্যামপুর গ্রামের বাবলুর ছেলে।

জানাগেছে শ্যামপুর ক্লাব বাজারে ব্যবসায়ী মুজিবুর রহমানের ছেলে সেলিম বুধবার রাতে ক্যাশ বাক্সে ২ লক্ষ টাকা রেখে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। মধ্যরাতে মুজাহিদ দোকানের সাঁটার কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে রাখা ২ লক্ষ টাকা নিয়ে চলে যাই। পরে সকালে এসে চুরির বিষয়টি বুঝতে পারে এবং মুজাহিদকে সন্দেহ করে।

মুজাহিদ ওই টাকা নিয়ে মেহেরপুর জে আর পরিবহনের একটি গাড়িযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পরে জে আর পরিবহনের গাড়ি চালকের সঙ্গে যোগাযোগ করার পর কুষ্টিয়ার ভেঁড়ামার এলাকা থেকে জে আর পরিবারের গাড়ি থেকে মুজাহিদকে আটক করে হয়। পরে তার কাছ থেকে চুরি হওয়া ২ লক্ষ টাকা উদ্ধার করে  টাকা সহ তাকে গ্রামে নেওয়া হয়।