মেহেরপুর নিউজঃ
বাগোয়ান ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বাগোয়ান ইউনিয়ন বিএনপির আয়োজনে ভবরপাড়া আম্রকানন স্কুলপাড়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম। পরে ছমির উদ্দিন মোল্লাকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কমিটি এবং রবিউল ইসলামকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
সম্মেলনে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান সাতু, মশিউর রহমান,মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাইহান কবির, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক কালু, বিএনপি নেতা সোনা গাইন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক লিংকন, ওমর ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা।