মেহেরপুর নিউজঃ
যথাযোগ্য মর্যাদার সাথে সারাদেশের ন্যায় মেহেরপুরেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটি সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ন’টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, জেল পুলিশ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, রোভার, স্কাউট, গার্ল গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা মনোজ্ঞ কুচজাওয়াজ প্রদর্শন করে। জেলা প্রশাসক সিফাত মেহননাজ প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এ সময় তিনি জেলা বাসির উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে তিনি শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ওড়ান। মনোজ্ঞ কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক গ্রুপে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম। সরকারি কলেজ বিএনসিসি দ্বিতীয়। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ তৃতীয়। এবং খ গ্রুপে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রথম। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলদে পাখি দ্বিতীয়। এবং উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় তৃতীয় পুরস্কার লাভ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মাকসুদ আখতার খানম,সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল, ইসলাম তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিম হোসেন শামীম, সাজেদুল ইসলাম, আবির হোসেন, তানজিনা শারমিন দৃষ্টি, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপি কামরুজ্জামান, টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক সিরাজুম মুনির, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোফাজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক গুলোকে বর্ণিত পতাকা দিয়ে সাজানো হয়। দুপুরে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এবং হাসপাতাল,এতিমখানা ও জেলখানার আসামিদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।