মেহেরপুর নিউজঃ
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে ৪ ইট ভাটার মালিকের নিকট থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার কোলা, আশরাফপুর,খোকসা এবং টেংরামরিতে এ আদলত বসানো হয়। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনাকালে অবৈধভাবে ইট ভাটা চালানোর অভিযোগে সদর উপজেলার কোলা লোটন ব্রিকসের মালিক মুন্সি আব্দুর রউফের নিকট থেকে ২ লক্ষ টাকা, আশরাফপুর গ্রামের এবিএস ব্রিকস এর মালিক আনারুল ইসলামের নিকট থেকে ২ লক্ষ টাকা, আব্দুল সাত্তারের নিকট থেকে ২ লক্ষ টাকা, খোকসা গ্রামের এ বি আর ব্রিকস এর মালিক মোশারফ করিমের এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এবং টেংরামারী এ আর আর ব্রিকস বুলডোজার দিয়ে আংশিক ভেঙে ফেলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা সময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর খান, পরিদর্শক নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।