মেহেরপুর নিউজঃ
ফেনসিডিল রাখার অভিযোগে বজলুর রহমান নামের এক জনের সেশন ৭৪/২০১৯ নং মামলায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত বজলুর রহমান গাংনী উপজেলা তেতুলবাড়িয়া চেয়ারম্যান পাড়া গ্রামের নাসিম উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১২ নভেম্বর তৎকালীন গাংনী থানার এস আই তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল তেতুলবাড়িয়া চেয়ারম্যানপাড়ার একটি ইপিল ইপিল বাগান থেকে বজলুর রহমানকে আটক করেন। ওই সময় তার নিকট থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জসিট দাখিল করেন।
মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডকারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পিপি আবু সালেহ মোঃ নাসিম। এবং আসামী পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন কৌশলী ছিলেন।