বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নিষিদ্ধ ট্যাবলেট সহ ব্যবসায়ী চুন্নু আটক

By মেহেরপুর নিউজ

November 05, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ব্যথানাশক ট্যাবলেট টাপেন্টা সহ ব্যবসায়ী আতাউর রহমান চুন্ন আটক।

আতাউর রহমান চুন্ন শহরের ঘোষপাড়ার আব্দুল রহমানের ছেলে।

পরে মোবাইল কোর্ট বসিয়ে আতাউর রহমান চুন্নুকে ১ মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের বোষপাড়ায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।

এর আগে যৌথ বাহিনীর একটি টিম আতাউর রহমান চুন্নুর বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ব্যথানাশক ট্যাবলেট টাপেন্টা উদ্ধার করে।

পরে মোবাইল কোট বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারা লঙ্ঘন এর দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ আর্টিলারী রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ইন্সপেক্টর আবুল হাসান সহ যৌথ বাহিনীর একটি টিম অংশ নেই।