মেহেরপুর নিউজঃ
মেহেরপুর ডা. তাহের-ডা. লিনা নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে ডা. তাহের-ডা. লিনা নার্সিং ইনস্টিটিউট এর নবাগত শিক্ষার্থীদের মুখে মিষ্টি এবং ফুল ছিটিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করে প্রবীনদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ডা.তাহের-ডা. লিনা নার্সিং ইনস্টিটিউট চত্বরে এ বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডা. তাহের-ডা. লিনা নার্সিং ইনস্টিটিউট চেয়ারম্যান ডা. মেলিনা সুলতানার সভাপতিত্বে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম,নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন,ডা. তাহের-ডা. লিনা নার্সিং ইনস্টিটিউট এর ভাইস চেয়ারম্যান ডা. আবু তাহের সিদ্দিক, মেহেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপ পরিচালক ডা. এম এ বাসার,সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু। বক্তব্য রাখেন ফারজানা আক্তার, ইদু খাতুন, শম্পা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে নবীনদের মুখে মিষ্টি তুলে দিয়ে এবং ফুল ছিটিয়ে তাদের বরণ করা হয়। এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে এর আগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর ডা. তাহের-ডা. লিনা নার্সিং ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা সংগীত নিত্য পরিবেশন করেন।