বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট

By মেহেরপুর নিউজ

August 06, 2024

মেহেরপুর নিউজঃ

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাবার পর সোমবার বিকেল থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এর ঘটনা ঘটেছে।

সোমবার বিকালের দিকে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে অগ্নিসংযোগ করার মধ্য দিয়ে ভাঙচুর, অগ্নি সংযোগের সূচনা করা হয়। এ সময় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বাড়ির সামনে এবং ভেতরে আগুন ধরিয়ে দেওয়ার পর ভিতরে ভাঙচুর করা হয়। এ সময় ফরহাদ হোসেনের ছোট ভাই সারফারাজ হোসেন মৃদুল, ভগ্নিপতি পিরোজপুর চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের বাড়ি, ফরহাদ হোসেনের বাড়ির পাশে রেডি সুপার শপ, আমিনুল ইসলাম খোকনের ব্যবসা প্রতিষ্ঠান, কাজল দত্তের ব্যবসা প্রতিষ্ঠান, পিপি পল্লব ভট্টাচার্যের বাড়ি, অ্যাডভোকে ইয়ারুল ইসলাম এর অফিস, সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর বাসভবনের নিচে ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নি সংযোগ, পিরোজপুর ইরানের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের পিরোজপুরের বাড়িতে হামলা। ভাঙচুর, মোটরসাইকেল ও গাড়িতে অগ্নিসংযোগ। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলামের অফিস। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানের বাড়ি ভাঙচুর। মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর অফিসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। মেহেরপুর টাউন হলে সামনে রেডি শপের দোকানে হামলা চালিয়ে হামলাকারীরা দোকানের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পরে সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়।

সন্ধ্যার দিকে শহরের বড় বাজার এলাকায় আরহি ফ্যাশনে হামলা চালিয়ে দোকান থেকে সমস্ত মালামাল লুট করার পাশাপাশি অগ্নি সংযোগ করা হয়। মেহেরপুর মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগের নেতাদের একাধিক দোকানে ভাঙচুর করা হয়।

এর আগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আমলা চালিয়ে সেখানে ভাঙচুর শেষে অগ্নি সংযোগ করা হয়। এদিকে মেহেরপুরে গান নিয়ে পৌরসভার মেয় আহমদ আলীর বাড়িতে হামরা চালিয়ে বাড়িতে অগ্নিসংযোগ এবং গাড়ি ভাঙচুর করে। এদিকে আনন্দ-বিচল চলার সময় মেহেরপুর শহীদ শামসুদ্দিন নগর উদ্যানে মজিবুর রহমানের মুর‍্যাল এবং পৌরসভার কমিউনিটি সেন্টারের সামনের গেটের সাথে লাগানো শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল ভাঙচুর করা হয়। একই সাথে শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানার, ফেস্টুন, শেখ মুজিবের ছবিসহ শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলা হয়।