টপ নিউজ

ঠিকাদারি ব্যবসার মূলধন ও লভ্যাংশের টাকা চাওয়ায় বিপত্তি

By মেহেরপুর নিউজ

September 05, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জেলা যুবলীগের সদস্য ও ঠিকাদার দেবাশিষ বাগচি মনু।

মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর ছলোম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেবাশিষ বাগচি মনু লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে মনু বলেন ২০১৫ সাল থেকে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের সাথে যৌথভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করি। ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গণপূর্ত, জনস্বাস্থ্য, শিক্ষা প্রকৌশলী, এলজিইডি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০-৩৫ টা নির্মাণ কাজ সম্পন্ন করি। যার আনুমানিক মূল্য ২৫ থেকে ২৭ কোটি টাকা।

দেবাশিষ বাগচি মনু বলেন, ২০২১ প্রথম থেকে যৌথ ঠিকাদারির ব্যবসা পরিসমাপ্তি ঘটালে তার কাছে আমার মূলধনু, লভ্যাংশ সহ আনুমানিক ২ কোটি ৫০ লক্ষ টাকার উপরে পাওনা হয়। হিসাব করে পাওনা টাকা বুঝিয়ে দিতে বললে সে নানা ভাবে আমাকে ঘুরাতে থাকে।

তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকি দেয় এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখাই। জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে মনু বলেন, আমার প্রাপ্য টাকার জন্য আমার ও তার পরিবারের লোকজনসহ জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দকে অবহিত করি। একসময় সবার হস্তক্ষেপে ২০২৩ সালের জানুয়ারিতে আমার সাথে হিসাব করতে রাজি হয়। আমি হিসাবে বসার ব্যবস্থা করলে তিনি বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করে। একপর্যায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে তিনি মৌখিকভাবে ১ কোটি ৮০ লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে মীমাংসা করেন। এক পর্যায়ে বিভিন্নভাবে তালবাহানা করেও সেই টাকা না দিয়ে ভয় ভীতি প্রদর্শন করতে থাকে।

তিনি আরো বলেন, পরবর্তীতে আমি আইনের আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নিলে আমাকে চলতি সালের জুলাই মাসের ১৬ তারিখে ঢাকায় আসতে বলেন। পরে ঢাকাতে গেলে ২৪ জুলাই ২০২৩ তারিখে মেহেরপুর রূপালী ব্যাংক শাখায় ১ কোটি ৮০ লক্ষ টাকা একটা চেক প্রদান করেন। চেকের নির্ধারিত দিনে টাকা তুলতে গেলে ব্যাংক থেকে জানানো হয় ২০২১ সালের ৪ এপ্রিল থেকে ওই হিসাবটি বন্ধ রয়েছে। পরবর্তীতে একই সালের ১ আগস্ট চেকটি ডিজঅনার করে ব্যাংক থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

মনু তার বক্তব্যে বলেন, একই দিনে সারফরাজ হোসেন মৃদুল তার চেক হারিয়ে গেছে বলে মেহেরপুর সদর থানায় একটি জিডি করেন। যার জিডি নং ১২৭৫। পরবর্তীতে সরফরাজ হোসেন মৃদুল আমাকে বাড়াবাড়ি না করার জন্য হুমকি প্রদান করেন এবং ভয় ভীতি প্রদর্শন করে জাতপাত তুলে গালাগালি করেন। আমি নিরুপায় হয়ে ২০২৩ সালের ৩০ আগস্ট সরফরাজ হোসেন মৃদুলের নামে একটি উকিল নোটিশ পাঠায়। ওই দিনই সে আমার নামে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। পিটিশন মামলার সূত্র ধরে পুলিশ ১ সেপ্টেম্বর আমার বাড়িতে তল্লাশি চালায়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ বিষয়ে আমি এবং আমার পরিবারের সকলেই নিরাপত্তা হীনতাই ভুগছি। তিনি বলেন, আমি সরফরাজ হোসেন মৃদুলের সঙ্গে ঠিকাদারী ব্যবসার সঙ্গে জড়িত এটি সকলের জানা। তার কাছে আমি টাকা পাবো সেটার পরিপূর্ণ ডকুমেন্ট আমার কাছে রয়েছে, যা আমি যথা সময়ে আদালতে দাখিল করবো বলে তিনি জানান।