মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন। সদস্য পদে ৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডে সদস্য এবং সংরক্ষিত সদস্যরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দানকারীদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত রওশন আলী টোকন, বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম, জিনারুল ইসলাম এবং নজরুল ইসলাম তাদের মনোনয়নপত্র জমা দেন।
আমদাহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আয়োব হোসেন, মিজারুল ইসলাম, বশির উদ্দিন, আজাদ আলী, আবুল হায়াত এবং আতিয়ার রহমান।
২ নং ওয়ার্ডে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আক্কাস আলী, ওসমান আলী, তুষার আলী, মিজানুর রহমান, কাবুল আলী, শরিফুল ইসলাম এবং আবুল হাসান।
৩ নং ওয়ার্ডে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন মোয়াজ্জেম হোসেন, সাকিবুল, জাহিদ মীর,আব্দুল জব্বার, দরুদ আলী, আসাদুল্লাহ এবং মনিরুল ইসলাম।
৪ নং ওয়ার্ডেনমোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন বুলু, বিল্লাল হোসেন, ফরজ আলী, আব্দুর রাজ্জাক,আলী হোসেন, মাওলাদ হোসেন এবং আজিরুল ইসলাম ।
৫ নং ওয়ার্ডে মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন ইসরাফিল হোসেন, আব্দুল কুদ্দুস, ফিরোজ হোসেন। ৬ নং ওয়ার্ডে মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন রাজন আলী, জহিরুল ইসলাম, রেজাউল করিম এবং ফিরাতুল ইসলাম।
৭ নং ওয়ার্ডে মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আব্দুর রশিদ, কাউসার আলী, জিনারুল ইসলাম। ৮ নম্বর ওয়ার্ডের মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন সিরাজুল ইসলাম,রেজাউল করিম এবং মিনারুল ইসলাম এবং ৯ নং ওয়ার্ডে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, আবু বক্কর, মোকসেদ হোসেন, রাজন মিয়া, সুমন আলী এবং আবুল কালাম আজাদ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে (১,২ ও ৩ নং ওয়ার্ড) মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আরিফা বেগম, রোজি বেগম, রাখি, হোসনেয়ারা, কহিনুর, পিপুলি খাতুন। ২ নং ওয়ার্ডে (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) মোট ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন হাবিবা খাতুন, ভেজালি খাতুন,সাবিনা খাতুন, মনিরা খাতুন এবং ৩ নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন ডেইজি, সোনাভানু, সাহিদা, জাহারুন, বেদানা ও জেসমিন তাদের মনোনয়নপত্র জমা দেন।
রিটারিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী মনোনয়নপত্র গ্রহণ করেন। আগামী ২০ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই করা হবে । ১৬ মার্চ আমদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।