মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটনের সমর্থনে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্দ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিবাগত রাতে পৌর এলাকার নতুনপাড়ায় মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন পক্ষে তার সমর্থক ও ভোটাররা এক পথসভা করেন।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নৌকা মার্কার প্রার্থীর সমর্থকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ নতুনপাড়ার পথসভা সমবেত হয়। পরে ৭ টার দিকে নৌকার নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার নির্বাচন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, আওয়ামী লীগ নেতা আক্কাস আলী, আনারুল ইসলাম।