মেহেরপুর নিউজ:
মেহেরপুরে কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন। ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন কালে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, “এত দ্রুত টিকা নিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, বিশ্বের অনেক দেশে এখনও কোভিড ১৯ এর টিকা পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্তের কারণে ৭ ফেব্রুয়ারি সারাদেশে একসাথে কভিড ১৯ করোনাভাইরাস এর ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মেহেরপুর জেলায় কোভিড ১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে জুম প্ল্যাটফর্ম এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রবিবার বেলা বারোটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম এর তত্বাবধায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে বক্তব্য রাখেন এবং মেহেরপুরে কভিড ১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুরের জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডা.নাসির উদ্দিন, মেহেরপুর পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলায় সর্বপ্রথম কভিড ১৯ টিকা নেন মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান।এরপরে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য কভিড ১৯ টিকা নেন।