মেহেরপুর নিউজ:
মেহেরপুরে নতুন করে আরো ১ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন। আক্রান্তরা হলেন, মেহেরপুর শহরের মল্লিক পাড়ার সেনা সদস্য শরিফুল ইসলাম ।
মেহেরপুরের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দীন জানান, মেহেরপুর জেলা থেকে ৪২ জনের নমুনা সংগ্রহ করে কুস্টিয়া ল্যাবে পাঠানো হয় সেখান থেকে ১ জন করোনায় আক্রান্ত বাকি ৪১ জনের শরীরে করোনা ভাইরাসের কোন নমুনা পাওয়া যায়নি বলে নিশ্চিত করা হয়।
উল্লখ্য : এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৩শ ৩৬ জনের মধ্যে ৩৩ টি পজেটিভ এবং ৮ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ২ জন।