মেহেরপুর নিউজ:
করোনাভাইরাসের কারণে সরকারের তরফ থেকে ঘোষিত গনজমায়েত না করার অনুরোধ উপেক্ষা করে আজ সকালে শতাধিক মহিলা জমায়েত করার অভিযোগে মুজিবনগর উপজেলার এক কাপড় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।
সোমবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড়ে মাস্টার বস্ত্র বিতান এর মালিক ফয়েজ উদ্দিন মাইক যোগে বিভিন্ন গ্রামে প্রচার করে কম দামে পুরাতন কাপড় বিক্রি করা হবে।
বিষয়টি মুজিবনগর উপজেলা প্রশাসন জানতে পেরে মাস্টার বস্ত্র বিতান এর মালিক ফয়েজ উদ্দিনকে মৌখিক ভাবে নিষেধ করে। কিন্ত ফয়েজ উদ্দিন তা সত্ত্বেও মহিলাদের ভিড় জমিয়ে কাপড় বিক্রি অব্যাহত রাখে। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।