টপ নিউজ

মেহেরপুরের একটি বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থী মাত্র ১ জন তাও আবার ফেল

By মেহেরপুর নিউজ

December 31, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের একটি বিদ্যালয় ৪ জন শিক্ষক, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থী মাত্র ১ জন তাও আবার ফেল। ২০১৯ অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাত্র ১  জন ছাত্র মিজান আহমেদ পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

৩১ ডিসেম্বর মঙ্গলবার পিএসসি পরীক্ষার ফলাফল দেখা যায় মেহেরপুর জেলার একটিমাত্র বিদ্যালয় থেকে কোন শিক্ষার্থী পাস করেনি সেটি হলো এই নবীন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নবীন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ জন পরীক্ষা দিয়ে শতভাগ ফেলের রেকর্ড গড়েছে। জানা গেছে সীমান্তবর্তী নবীনগর গ্রামে স্বল্প সংখ্যক মানুষের বসবাস হলেও বিদ্যালয়টিতে ৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এ বিদ্যালয় থেকে এবারে ১ জন  ছাত্র মিজান আহমেদ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে এবং যথারীতি সে ফেল করে।

এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি দেখছি। পরীক্ষায়  এতো কম সংখ্যাক ছাত্র অংশগ্রহণ এবং পাসের কারন তদন্ত করে অতি দ্রুত আপনাদের জানানো হবে।