মেহেরপুর নিউজ:
মেহেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি খাদ্য গুদামে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় জেলা প্রশাসক এক কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার পর তার হাতে চেক তুলে দেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতে আমন মৌসুমী ২৬ কেজি দরে মেহেরপুর জেলায় মোট ৩ হাজার ২শ ৮৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এরমধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১ হাজার ২শ ৩৪ মে টন, গাংনী উপজেলায় ১ হাজার ৬শ ৮৮ মেট্রিক টন এবং মুজিবনগর উপজেলায় ৩শ ৬৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, লটারির মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।