মেহেরপুর নিউজ, ০২ জানুয়ারী: মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগরকে জেলা ছাত্রলীগের শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন মোবাইল ফোনে সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় শৃক্সখলা ভঙ্গ করায় বর্তমান সভাপতির কার্যক্রম কয়েকদিন আগে স্থগিত করা হয়। দলীয় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শনিবার রাতে জরুরী বৈঠক শেষে কেন্দ্র থেকে একে আজাদ সাগরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। এদিকে, একে আজাদ সাগর দায়িত্ব পাওয়ার পরপরই তিনি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবনে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, সদস্য মালেক হোসেন মোহন, সাজেদুর রহমান সাজু,মাহাবুব হাসান ডালিম, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ,সহসভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মেহেরপুরে এক প্রবীণ শিক্ষকের বাড়িতে হামলার জের ধরে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের হয়। ওই ঘটনায় ২৫ ডিসেম্বর রাতে জেলা ছাত্রলীগের সভাপতির কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি।