মেহেরপুর নিউজ, ১০ এপ্রিল:
প্রস্তাবিত ‘শিক্ষা আইন ২০১৬’ এর কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ব্যানারে বই ব্যবসায়ীরা।
রবিবার সকাল ১১ টা থেকে জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি এ এস এম ফরিদ উদ্দিনের নেতৃত্বে বই ব্যবসায়ীরা আধাঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে অন্যদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান রিপন, সদস্য আব্দুল আজিজ, এস এম ইমাম পাপ্পু, তোফাজ্জেল হোসেন, মোনায়েম হোসেন, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন সহ অর্ধশত বই ব্যাবসায়ী অংশগ্রহণ করেন। এছাড়া রবিবার জেলার সকল বই বিক্রেতা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আগামী ১৮ এপ্রিল একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হবে।