মেহেরপুর নিউজ, ২০ মার্চ: কনকার হাউজিং ডেভলপার লি. এর উদ্যোগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজকে একটি ড্রামসেট প্রদান করেছেন।

রোববার বিকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটের প্রশিক্ষক মিজানুর রহমানের মাধ্যমে ড্রাম সেট হস্তান্তর করা হয়। গার্ল গাইডসের দল নেতা স্বৃতি ড্রাম সেট গ্রহন করেন।
এসময় গার্ল ইন স্কাউটের দল নেতা মুন্নি, সহকারী দল নেতা আশা, সজনি, খুশি সেখানে উপস্থিত ছিলেন