মেহেরপুর নিউজ, ২৪ এপ্রিল:
নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিলি ও সমাবেশ করেছে মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোলিঃ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।
রবিবার সকালে মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ অফিসের গেটে এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোলিঃ কর্মকর্তা ওকর্মচারী সমিতির সভাপতি শ্রী জয়দেব রাই, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বজলুর রহমান, আব্দুর রহিম, আবুল হোসেন, মহিউদ্দিন, আহামেদ আলী, শামিম মাহমুদ, রফিক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে এর আগে ওজোপাডিকোলিঃ বিদ্যুৎ শ্রমিক লীগ বি-২১৩৮ এর উদ্যোগে জেলা গেটে এ কর্মসূচি পালন করা হয়। খুলনা বিভাগয়ি সাংগঠানিক সম্পাদক ইকবল কবীরের নেতৃত্বে অন্যদের মধ্যে জেলা সভাপতি নরুল েইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।