মেহেরপুর নিউজ, ০২ সেপ্টেম্বর:
মহির নামের এক সব্জি ব্যবসায়ীকে ভ্রামামান আদালতের করা জরিমানা না দেয়ার অভিযোগে র্যাব তুলে নিয়ে য়াওয়ায় তার প্রতিবাদে সকল দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করছে ব্যবসায়ীরা। জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শুভ্রা দাস মেহেরপুর বড়বাজারের কাচাপট্টিতে অভিযান চালান।এ সময় কাচা সব্জি ব্যবসায়ী মহির মুল্যে তালিকা না টানানো ও দাম বেশী নেয়ায় তার ৫’শ টাকা জরিমানা করেণ। মহির জরিমানা দিতে অস্বীকৃতি জানাই এবং আদালতকে বাধা প্রদান করে। পরে এ অপরাধে তাকে ৩ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন বিচারক শুভ্রা দাস।
পরেএ প্রতিবাদে তহবাজার বড়বাজারের সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে
সমস্য নিরসনে বড়বাজার ও তহবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে বৈঠকে বসেছেন বলে খবর পাওয়া গেছে।