মেহেরপুর নিউজ, ২১ ফেব্রুয়ারি: আজ ২১ ফেব্রুয়ারি মেহেরপুর নিউজ’র পথচলা শুরুর দিন। ২০১০ সালের এই দিনে যাত্রা শুরু হয়। ৮ বছর পেরিয়ে ৯ম বছরে যাত্রা শুরু করেছে জেলার এ জনপ্রিয় নিউজ পোর্টালটি। লাখো পাঠকের মন জয় করে নিরন্তর পথ চলছে অনলাইন পত্রিকাটি। আমরা সকলের কথা বলি’ শ্লোগানে উজ্জিবীত হয়ে এক ঝাঁক নবীন ও প্রবীন সংবাদকর্মীদের নিরলস শ্রমে মেহেরপুর নিউজ আজ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। গত বছর থেকে মেহেরপুর নিউজের ফেসবুক পেজ থেকে প্রতিটি সংবাদ লাইভ সম্প্রচার মেহেরপুর নিউজের জনপ্রিয়তাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে।
রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলনরত শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি ভাষা। মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। আন্তর্জাতিক ভাবে সকলে তার মায়ের ভাষার অধিকার অর্জন করে ১৯৯৯ সালে। সেই থেকে দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্ব পালন করে আসছে। ঐতিহাসিক হিসেবে মেহেরপুর নিউজ পোর্টালটিকে ওই দিনই উদ্বোধন করা হয়। গত দু’বছর পূর্বে মেহেরপুর নিউজকে নিয়ে লিখেছিলেন মেহেরপুরের প্রথিত যশা সাংবাদিক মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের মেহেরপুর প্রতিনিধি তোজাম্মেল আযম। পাঠকের কাছে সেই লেখাটি পুনরায় প্রকাশ করা হলো। তার পেছনের আর একটি কারণ আজ তাঁরও জন্মদিন।মেহেরপুর নিউজের পক্ষ থেকে তাঁকেও শুভেচ্ছা।
তিনি লিখেছিলেন, বিশ্ববাসীর মায়ের ভাষাই কথা বলার স্বীকৃত প্রাপ্ত এইদিনটিতে আমার জন্ম। এজন্য শোকের এইদিনে আমি আমার জন্মদিনের কথা ভুলে থাকতে চাইলেও পারিনা। তবে পারিবারিকভাবে ছেলে-মেয়ে, স্ত্রী ও স্বজনরা আমাকে ঠিকই মনে করিয়ে দেয় আজ আমার জন্মদিন। মনে করিয়ে দেয় ফেসবুক। ২০১০ সালের এই দিনে জন্ম নেয় মেহেরপুর নিউজ ডটকম। মেহেরপুর যথন সংবাদপত্রহীণ হয়ে পড়ার উপক্রম হয়। জেলাবাসী আশা হারিয়ে যখন অন্ধকারের অতলে ধীরে ধীরে ডুবে যাচ্ছিলো, তখন অনেকটা হঠাৎ করেই মেহেরপুরের মুজিবনগরে যেখানে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এক পশলা বৃষ্টির মতো মেহেরপুর নিউজ ডটকমের। যার চেয়ারম্যান আমার স্নেহভাজন পলাশ খন্দকার। বার্তা বিভাগের প্রধান ইয়াদুল মোমিন। বার্তা কক্ষে মিজানুর রহমান সহ বেশকিছু সংবাদকর্মি। মেহেরপুর তথা দেশের ও প্রবাসী মেহেরপুরবাসীর অনেক কাছে এলো মেহেরপুর নিউজ ডট কম। যতটা কাছে এলে একটা মানুষ তার আকাঙ্খাগুলো, সাধগুলো, অনুভূতিগুলো অন্যকারো দুহাতে তুলে দিয়ে নিশ্চিন্তে দিন কাটাতে পারে, যতটা কাছে এলে একটা মানুষ তার নিজেকে হারিয়ে ফেলে। আমাদের মেহেরপুর নিউজ ডটকম এপিটাফে এঁকে দিলে ভালোবাসার স্বাক্ষর। আজ আমার থেকে সুখী হয়তো এ পৃথিবীতে কেউই নেই। মেহেরপুর নিউজ আমার দুঃখগুলো এত সুন্দর করে মুছে দিল যে আজ আমি শহীদ দিবসে আমার জন্মদিনের “কষ্ট” শব্দটাকেও ভুলে গেছি। আজ আমার থেকে খুশি কেউ নেই, কারন, আমার নেশা পেশা সংবাদের সাথে খেলা করা।