মেহেরপুর নিউজ:
আগামী ২ ডিসেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে ৭টি পদের জন্য ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে ৭টি পদের জন্য ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে সহ-সভাপতি পদে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হীরা, কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, অ্যাডভোকেট খন্দকারা আব্দুল মতিন, কে এম ফজলুল করিম, শামীম আরা হীরা এবং সাজ্জাদুল আনাম তাদের মনোনয়নপত্র জমা দেন ।
এছাড়াও পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল আহমেদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।