নির্বাচন

৭ নং ওয়ার্ড আ‘ লীগের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের সমর্থনে মিছিল

By মেহেরপুর নিউজ

December 29, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সমর্থনে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের উদ্যোগে এ পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের সভাপতিত্বে শহরের কলেজ সড়কে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।

এদিকে এর আগে নুরুল ইসলাম রাজীবের নেতৃত্বে নৌকার পক্ষে ভোট দেয়ার দাবি জানিয়ে একটি মিছিল বের করা হয়। মল্লিকপাড়া থেকে শুরু করে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, ইট ভাঙ্গা মালিক সমিতির সভাপতি বোরহানুল আজিম রিয়াদ, শেখ কামাল, তহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।