ক্রিকেট

৬৬ বলে ২০০ রান মেহেরপুরের জিসানের দানবীয় ইনিংসে

By মেহেরপুর নিউজ

November 17, 2024

মেহেরপুর নিউজ:

টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি তাও আবার ৬৬ বলে। এমন কাব্যিক এক ব্যাটসম্যান মেহেরপুরে গাংনী উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র জিসান আহমেদের। জিসান আহমেদ জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সে একই গ্রামের দিরাজুল ইসলামের ছেলে। গত মৌসুমে অনূর্ধ্ব ১৬ দলের হয়ে মেহেরপুর জেলা দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করে।

রবিবার বিকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ক্রিকেট টুর্নামেন্টে গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে মাঠে নামেন জিসান আহমেদ। মোট ১২০ বলের মধ্যে জিসান মোকাবেলা করেন ৬৬ টি বল, আর ৬৬ বলে ২৫ টি ৬ এবং পাঁচটি ৪ এর সাহায্যে ডাবল সেঞ্চুরি অর্থাৎ ২০০ রান করে অপরাজিত থাকেন। দানবীয় এই ইনিংসে জিসান আহমেদের ব্যক্তিগত ২০০ রানের সুবাদে ২০ ওভারে তার দল ২৮৮ রান সংগ্রহ করে। প্রতিপক্ষকে মাত্র ৬৩ রানে গুটিয়ে দিয়ে তার দল জয়পায় ২২৫ রানের ব্যবধানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইপিএলের আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দানবীয় ইনিংস খেলেন ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল।তিনি করেছিলেন ১৭৫ রান। যেটি টি-টোয়েন্টির ইতিহাসে বিশ্ব রেকর্ড। কিন্তু ইতিহাসের পাতা থেকে জানা যায় আন্তর্জাতিক টি টোয়েন্টির বাইরে ব্যক্তিগত ৩০০ রানের বিশ্ব রেকর্ড রয়েছে।

ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে খেলায় দিল্লির ব্যাটসম্যান মোহিত আহলাদ টি-টোয়েন্টির ফরমেটে বিশ্ব রেকর্ড গড়েছেন। ভারতীয় এই উঠতি তারকা টি-টোয়েন্টি ফরমেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রানের ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন।ফ্রেন্ডস একাদশের বিপক্ষে মোহিতের ৩০০ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে তার দল তোলে ৪১৬ রান। ২১ বছর বয়সী ওপেনার মোহিতের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চার আর ৩৯টি ছক্কায়। মাত্র ৭২ বলে অপরাজিত ৩০০ রান করেন তিনি। শেষ ওভারের শেষ ৫ বলেই ছক্কা হাঁকান তিনি। শেষ ওভারের প্রথম বলটিতেও বাউন্ডারির দেখা পান মোহিত। এছাড়াও দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ওপেনার আব্দুল মালেক কিছু দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ বলে ৩৩ চারের সাহায্যে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সেক্ষেত্রে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়ার উদীয়মান তরুণ ক্রিকেটার মাত্র ৬৬ বলে ডাবল সেঞ্চুরি করে তাক লাগানো তো বটেই, রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। সুযোগ পেলে এই উঠতি খেলোয়াড় জিসান আহমেদ আগামী দিনের ক্রিকেটকে নেতৃত্ব দিতে পারবে বলে অনেকের বিশ্বাস।