মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির মেহেরপুর জেলার উদ্যোগে ২ দিনব্যাপী মেহেরপুর জেলা পর্যায়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২ দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুর হোসেনের সভাপতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসনিক লিংকন বিশ্বাস, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা আলম, মেহেরপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান,সহকারী পরিদর্শক ওয়াসিম আকরাম, জেলা প্রশিক্ষণ কোঅর্ডিনেটর মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আনারুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কাশেম, তাহাজ উদ্দিন ইসরাইল হোসেন, হাসান আল নূরানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।