মেহেরপুর নিউজ:
৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তসলেম উদ্দীন মিস্ত্রি (৬০) নামের এক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড। ৫ লক্ষ টাকা জরিমানা। অনাদায়ের আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত ।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্বাচন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম এ রায় দেন। সাজা প্রাপ্ত তসলিম উদ্দিন মিস্ত্রি মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বিলাত মিস্ত্রির ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২২ অক্টোবর ভবের পাড়া গ্রামের আলাউদ্দিনের ৪ বছর বয়সী শিশু কণ্যা বড়ির পাশে খেলা করছিল। ঐ সময় তসলেম উদ্দিন তাকে চকলেটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী একটি ঘাসের খেতে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি তার পরিবারের লোকজনকে বিষয়টি জানান এবং।
তাকে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ধারা ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) আইনে একটি মামলা দায়ের করেন।পরে আসামি তসলিমকে আটক করার তসলেম উদ্দিন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল আলিম প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।সাক্ষীদের সাক্ষীতে আসামি তসলিম উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড। ৫ লক্ষ্য টাকা জরিমানা। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ এর ১৫ ধারার বিধান অনুযায়ী আসামি তসলিম উদ্দিন মিস্ত্রির প্রতি আরোপিত অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে।
উক্ত ক্ষতিপূরণের টাকা বর্তমান সম্পদ থেকে আদায় করা সম্ভব না হলে তিনি ভবিষ্যতে যে সম্পদের মালিক বা অধিকারী হবেন সে সম্পদ থেকে আদায়যোগ্য হবে এবং এক্ষেত্রে উক্ত সম্পদের উপর অন্যান্য দাবিও অপেক্ষা ক্ষতিপূরণের দাবি প্রাধান্য পাবে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ১৬ ধারা বিধান অনুযায়ী কালেক্টরেট মেহেরপুরকে আসামি মোঃ তাসলিম উদ্দিন মিস্ত্রির স্থাবর বা অস্থাবর বা উভয় প্রকার সম্পদ নিলামে বিক্রী করে বিক্রয়লদ্ধ অর্থ এই ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। ক্ষতিপূরণের উক্ত অর্থ এই ট্রাইব্যুনালে জমা দেয়ার সাপেক্ষে তা ভিকটিমকে প্রদান করা হবে। মামলায় রাষ্ট্রপক্ষে একেএম আসাদুজ্জানান। এবং আসামী বিপক্ষে অ্যাড. রোকেয়া কৌশলী ছিলেন।