নির্বাচন

৪ নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের নির্বাচনী অফিসের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 27, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের সমর্থনে নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে।

বুধবার রাতে মেহেরপুর পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের শেখপাড়ায় প্রফেসর আব্দুল মান্নানের সমর্থনে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন।৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, সদর উপজেলা যুবলীগ নেতা অপু, শেখপাড়া ভোরের ছোয়া যুব সংঘের সভাপতি আশিকুর রহমান আশা,শফিকুল ইসলাম, সুমন রেজা প্রমুখ।