মেহেরাব হোসেন অপি:
সরকারি স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে রবিবার থেকে আন্ত;জেলা (মেহেরপুর-কুস্টিয়া ও মেহেরপুর চুয়াডাঙ্গা) বাস চলাচল শুরু করার কথা জানালেন মেহেরপুর বাস মিনিবাস মালিক সসিতির সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। দুরপাল্লা গাড়ি চলাচলের সিদ্ধান্ত আগামীকাল জানা যাবে।
তবে, তিনি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষার কথাও বলেন মেহেরপুর নিউজ ফেসবুক লাইভে।
গোলাম রসুল জানান, আগামীকাল সকালে পুনরায় শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসবে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। পাশাপাশি, কুস্টিয়া ও চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথেও বাস চলাচলের ব্যাপারে আলোচনা করা হবে, তারপর তারিখ নির্ধারণ করা হবে।
আজ সন্ধ্যায় মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে মালিক শ্রমিক নেতাদের এক যৌথ বৈঠক শেষে তিনি মেহেরপুর নিউজকে এসব কথা বলেন। সভায় সড়ক সম্পাদক হাসিবুল হক, সদস্য আব্দুল কুদ্দুস মেগা, সাঈদ ইকবাল রিমন, বজলুল হক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন
বাস মালিক সমিতির সভাপতি বলেন,সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসে চলাচল করতে হবে। আগে ৬০ জন যাত্রী পরিবহন করা হতো এখন করা হবে তার অর্ধেক ৩০ জন। তিনি, বাস মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনার জন্যও সরকারের কাছে অনুরোধ জানান।