মেহেরপুর নিউজ, ২৬ সেপ্টেম্বর: আগামী ৩১ অক্টোবর মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবলায় থেকে এ নির্বাচনী তফশীল অনুমোদন হয়। পরে ঘোষনা করে জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ৬ অক্টোবর, পরদিন বাছায়, ১৪ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
উল্লেখ্য, মেহেরপুর পৌরসভা সীমানা সম্প্রসারণের দাবিতে মহামান্য হ্ইাকোর্ট বিভাগে ৩১০৬/২০১৫ এবং ১০৮২৯/১৫ নম্বরে দুটি রিট মামলা হয়। ঐ মামলায় নির্বাচন অনুষ্ঠানের কোন নিষেধাজ্ঞা না থাকলেও কোন এক অদৃশ্য কারনে আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ থাকে।
এ ব্যাপারে জেলা প্রশাসক গত ১ সেপ্টেম্বর একটি পত্র প্রেরণ করেন। যার পত্র নং ৩০৭। পত্র পাওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সৈয়দ মোহাম্মদ নুরুল বাশির স্বাক্ষরিত একটি পত্র নির্বাচন কমিশন সচিবলায়ে প্রেরণ করা হয়। এরই আলোকে আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে পত্রের ছায়ালিপি প্রেরণ করেন।
এর পরেই সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ৩১ অক্টোবর মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফশীল ঘোষনা করেন।