তথ্য প্রযুক্তি

মেহেরপুরে দু’ দফা দাবীতে মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির ডাকা ৪৮ ঘন্টার রিচার্জ ধর্মঘট শুরু

By মেহেরপুর নিউজ

October 08, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ অক্টোবর: মেহেরপুর জেলায় মোবাইল টাকা রিচার্জে নিয়োজিত সকল মোবাইল অপারেটরের রিচার্জ কমিশন ১০% এবং ভুল নাম্বারে রিচার্জ হলে তা পুনরুদ্ধার করার দাবীতে আজ ০৮ অক্টোবর থেকে ৪৮ ঘন্টার জন্য সকল অপারেটরের রিচার্জ,রিচার্জ কার্ড বিক্রি ও রিচার্জ সেবা বন্ধ থাকবে বলে মেহেরপুর মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি কার্জন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞাপ্তি

এদিকে কার্জন আহমেদকে সভাপতি, ইমতিয়াজ আহমেদ শিমুলকে সাধারন সম্পাদক ও বেলাল ওসমানকে সাংগাঠনিক সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা মোবাইল ফোন ব্যবসায়ি সমিতির কমিটি গঠন করা হয়। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে দাবী সমাবেশ এবং বেলা পৌনে ১২ টায় মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে বিটিআরসি’র চেয়ারম্যানের কাছে  স্মারকলিপি প্রদান করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রযেছে।

মেহেরপুর মোবাইল ফোন ব্যবসায়ি সমিতির সভাপতি কার্জন আহমেদ মেহেরপুর নিউজকে বলেন, সব মোবাইল অপারেটরের রিচার্জ কমিশন হাজারে মাত্র ২৭ টাকা। যা খুবই নগন্য। তার উপরে রিচার্জে ভুল হলে সেটার সবটাই ক্ষতি। এমতাবস্থায় মেহেরপুর মোবাইল ফোন ব্যবসায়ি সমিতি রিচার্জ চার্জ বাড়াবার দাবিতে সমিতি ৮ অক্টোবর রাত ১২ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সব কোম্পানির রিচার্জ ও রিচার্জ কার্ড বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।