ডেস্ক রিপোর্ট,১৮ জুলাই: দিনের পর দিন পাঠক জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছে মেহেরপুর নিউজ। পাঠকের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিউজে নতুনত্ব আনতে অবিরাম কাজ করে যাচ্ছে টিমের সদস্যরা।
মেহেরপুর নিউজের সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত তথ্য মতে গত ২৮ দিনে (১৯ জুন ২০২০ থেকে ১৬ জুলাই ২০২০) মেহেরপুর নিউজ তাদের তথ্যবহুল সংবাদ পৌছিয়ে দিয়েছে ৫৪ লাখ ২৫ হাজার ২৭ জন পাঠকের কাছে। মেহেরপুর নিউজের ফেসবুক পোস্ট এনগেজমেন্ট হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৬ হাজার ৯’শ ২৭। আর এই সময়ে পেজ লাইক বেড়েছে ৪ হাজার ৩ শ ১৫ জন। যা মোট চাহিদার ৫৯ শতাংশ।
বর্তমানে (১৮ জুলাই ২০২০ পর্যন্ত) মেহেরপুর নিউজ ফেসবুক পেজ এ লাইকের সংখ্যা ১ লাখ ০৯ হাজার ৬’শ ৯৭ জন। আর রিচড্ গিয়ে পৌছিয়েছে প্রায় আড়াই লাখের কাছাকাছি।