খুলনা বিভাগ

২৮ অক্টোবরের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

By মেহেরপুর নিউজ

October 28, 2024

মেহেরপুর নিউজ:

শেখ হাসিনা নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা ২০০৬ সালের ২৮ অক্টোবর নৃশংস ঘটনা ঘটিয়েছিল সেই চিত্র তুলে ধরে, খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খানের নেতৃত্বে লিফলেট বিতরণের সময় মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, পৌর জামায়েত ইসলামীর আমির সোহেল রানা ডলার, জেলা শিবিরের সাবেক সভাপতি সাব্বির হুসাইন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতা-কর্মীকে হত্যা করা হয়। বিএনপি-জামায়াতের দাবি, একদলীয় শাসনের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেদিন রাজপথে তাণ্ডব চালায় আওয়ামী লীগ।

রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা। যা নিয়ে নিন্দার ঝড় উঠে দেশে-বিদেশে। তবে বিষয়টি হঠাৎ করে ঘটেনি। লগি-বৈঠা নিয়ে রাজপথে এসে প্রতিপক্ষকে দমনের ঘোষণা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের।

লগি-বৈঠার তাণ্ডব ছাড়াও রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের দিনব্যাপী চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ ঘটনায় পল্টন ও শাহবাগ থানায় পৃথক ৫টি মামলা হয়। পল্টন থানায় করা পাল্টাপাল্টি দু’টি মামলার একটি ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পরই প্রত্যাহার করা হয়। ক্ষমতাসীন ১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা অন্য মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেয়া হয়।