মেহেরপুর নিউজ,২৫ মার্চ: ২৫ মার্চ কালরাত্রী উপলক্ষে মেহেরপুর মৃত্তিকা গ্রুপ থিয়েটারের উদ্যেগে মশাল জ্বালিয়ে শহীদদের স্মরণ করা হয়।
বুধবার রাতে মেহেরপুর শহীদ সামছুজোহা নগর উদ্যানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. পল্বব ভর্টচার্য, আওয়ামীলীগ নেতা আলহাজ মোঃ আশকার আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মৃত্তিকার সভাপতি মানিক হোসেন প্রমুখ। পরে সেখানে ২৫টি মশাল জ্বালনো হয়। এর আগে শহীদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় অন্যদের মধ্যে মেহেরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান হোসেন মিলু সহ বিভিন্ন সংগঠনের কর্মিরা উপস্থিত ছিলেন।