বর্তমান পরিপ্রেক্ষিত

২৪ ঘন্টার ব্যবধানে গোপালপুরের বিশিষ্ট দুই ব্যক্তির মৃত্যু

By মেহেরপুর নিউজ

October 29, 2024

মেহেরপুর নিউজঃ

২৪ ঘন্টার ব্যবধানে মেহেরপুরের মুজিবনগর উপজেলার টুঙ্গী গোপালপুর গ্রামের বিশিষ্ট দুই ব্যক্তির মৃত্যুতে টুঙ্গী গোপালপুর গ্রাম চলছে এখন শোক।

সোমবার সকালের দিকে টুঙ্গী গোপালপুর গ্রামে জন্মগ্রহণকারী মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শরীর চর্চা শিক্ষক রমজান আলীর মৃত্যু হয়। এর ঠিক ২৪ ঘন্টা পর টুঙ্গী গোপালপুর গ্রামের আরো একজন বিশিষ্ট ব্যক্তি, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর সাবেক আমির ও মেহেরপুর সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ছমির উদ্দিনের মৃত হয়।

টুঙ্গী গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করলেও রমজান আলী এবং ছমির উদ্দিন দীর্ঘদিন যাবত মেহেরপুর শহরে বসবাস করছিলেন।তারপরও টুঙ্গী গোপালপুর গ্রামের মানুষের প্রতি ছিল তাদের অগাধ ভালোবাসা।