মোঃ আব্দুর রহমান(পিয়ার) :
=============================
আইসিসিতে জিতেছিল আকরাম খানের দল,
সব জেলাতে মেতেছিল জনতার দল।
বিশ্ব যুবায় জিতলো এবার আকবরের দল,
জয়ের নেশায় মাতলো আবার জনতার ঢল।
২৩ বছর পরে এলো বিশ্বযুবা ট্রফি,
মুজিব বর্ষ রাঙিয়ে দিল যুবক ছেলেগুলি।
বিশ্ব মঞ্চে আকবর, বলে বাংলা কথা,
ভাষার মাসটা পেলো আবার পূর্ন স্বার্থকতা।
লাল-সবুজের ঐ পতাকা পতপতিয়ে উড়লো,
বীর শহীদের আত্মত্যাগ স্বার্থকতা পেলো।
পঞ্চপান্ডব শেষ হলে বাংলাদেশ শেষ,
তাদের কথার চরম জবাব দিলো বাংলাদেশ।
২৩ বছর পর যখন যুবা ট্রফি এলো,
ধৈর্য্য ধরো বিশ্বকাপও জয় মোরা করবো।