মেহেরপুর নিউজ ,০৭ ফেব্রুয়ারিঃ
২০ দলীয় জোটের ডাকা হরতার-অবরোধে দেশব্যাপী পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদ ও সহিংসতা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বিএমএ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও জেলা স্বাস্থ্য বিভাগ। তবে একটি পুরনো কর্মসূচীর ব্যানার ভাজ করে চিকিৎসকরা মানবন্ধনে অংশ নেন। তবে সহিসংতার প্রতিবাদে মানববন্ধন করলেও ব্যানারের কোথাও কোনো সহিংসতার প্রতিবাদ বা হরতাল-অবরোধের কথা লেখা ছিলনা।
শনিবার বেলা পৌনে ১২ টায় মেহেরপুর জেনারেল হাসপাতাল গেইটে মানববন্ধনের নেতৃত্ব দেয় মেহেরপুর জেলা বিএমএ সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ। মানববন্ধনে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএমএ সাধারন সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিকি, স্বাচিপ সভাপতি ডাঃ আবুল বাশার, সম্পাদক ডাঃ তাপস কুমার,ডাঃ মিজানুর রহমান,ডাঃ অলক কুমারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাচিপ নেতা ঘটনার সত্যতা স্বীকার করে সংক্ষুব্ধ হয়ে জানান, বিএমএ ফান্ডে প্রতি মাসে সদস্যদের টাকা জমা হলেও একটি কর্মসূচীর ব্যানার না করায় সাধারন চিকিৎসকরা ক্ষোভ প্রকাশ করেন।