মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৮ মার্চ: ২য় বার চাঁদা না দেয়ায় এটিএন নিউজের মেহেরপুর প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান টিটুর উপর হামলা করেছে বায়েজিদ নামের এক দূর্বৃত্ত।দূর্বৃত্ত বায়েজিদ মেহেরপুর পন্ডের ঘাট এলাকার সবুরের ছেলে।এ ঘটনায় সাংবাদিক টিটুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সাংবাদিক টিটু জানান, শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর পন্ডের ঘাটের কাছে যাওয়ার সময় মসজিদ উন্নয়নের কাজে সেখানে চাঁদা তোলা হয়। ১ম বার তিনি সেখানে চাঁদা দিয়ে বামনপাড়ার দিকে যান। এর কিছুক্ষন পর সেকান থেকে ফিরে আসার সময় আবারো তার কাছে চাঁদা দাবি করা হয়। এ সময় সাংবাদিক টিটু বলেন, ১ম বার চাঁদা দিয়ে আমি ফিরে আসছি। কেনো বারবার আটকিয়ে সময় নষ্ট করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয় এলাকার সবুরের ছেলে বায়েজিদ কাঠের বাটাম দিয়ে টিটু উপর হামলা চালায় । এতে টিটুর শরীরের বেশ কিছু স্থানে জখম হয়। পরে স্থানীয়রা টিটুকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে সাংবাদিক টিটু বাদি মেহেরপুর সদর থানায় বাযেজিদের বিরুদ্ধে একটি অভিোগ দাখিল করেণ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এদিকে এ ঘটনার পর থেকে বায়েজিদ পলাতক রয়েছে বলে জানা গেছে। এদিকে সাংবাদিক টিটুর উপর হামলার নিন্দা জানিয়ে দোষীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক তুহিন আরন্য, আশরাফুল ইসলাম, তোজাম্মেল আযম,পলাশ খন্দকার, গোলাম মোস্তফা, মিজানুর রহমান, ফারুক হোসেন, ওয়াজেদুল হক জেদু, ফজলুল হক মন্টু, ইয়াদুল মোমিন, মাহবুবল হক পোলেন, জুলফিকার আলী কানন, মীর সউদ আলী চন্দন, আবু আক্তার, রমিজ আহসান, সাইদ হোসেন, নাসের চৌধুরী, আবু লায়েস লাবলু, মুজাহিদ মুন্নাসহ মেহেরপুরের সাংবাদিক মহল ।