ডেস্ক রিপোর্ট, ১২ ডিসেম্বর:
গত ২৪ ঘন্টায় ৫১ জন নতুন ডেঙ্গু রোগী রাজধানীসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছেন। ৫১ জনের মধ্যে ২৭ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ২৪ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়।
২০১৯ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হন সর্বমোট ১ লাখ ৮৭৯ জন ডেঙ্গু রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে ১ লাখ ৩৭৯ জন বাড়ি ফিরে গেছেন।
বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ২’শ ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ১‘শ ৪৪ জন রোগী।