এক ঝলক

১ জুলাই থেকে ঘর থেকেও বের হওয়া যাবে না

By মেহেরপুর নিউজ

June 29, 2021

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে। তখন জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না।  লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সকল প্রকার হাট-বাজার বন্ধ থাকবে। এই কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব, ততটুকু কর্তৃত্ব তাদের দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে করোনা প্রতিরোধে পরবর্তী করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল,পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দিন,মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ রফিকুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, গাংনীর পৌর মেয়র আহমেদ আলী,পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান,মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর প্রমূখ।

১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই রাত ১২ পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। তবে প্রয়োজন মনে হলে তা আরও বাড়তে পারে। কঠোর বিধিনিষেধ চলাকালে ঘর থেকে বের হওয়া যাবে না (জরুরি সেবা ছাড়া) বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান ।