মেহেরপুর নিউজ:
আগামীকাল মেহেরপুর পৌরসভা সহ সদর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের নির্বাচন কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জামদি বিতরণ করা হয়েছে। ১৫ জুন পৌরসভা ও ৪ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিতব্য নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের মাঝে নির্বাচনী উপকরণ তুলে দেন। পৌরসভাসহ চারটি ইউনিয়নের সবকটি কেন্দ্রে ইভিএম’এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনী সামগ্রী গ্রহণ করার পর প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসারগন নিজ নিজ কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছেন।