মেহেরপুর নিউজ:
১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার পর ফুলেল শুভেচ্ছা জানিয়ে মুস্তাফিজুর রহমান ও আরিফকে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আরিফ ও মুস্তাফিজকে ছেড়ে দেয়া হয়। আরিফ মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের সাত্তার শেখের ছেলে এবং মুস্তাফিজ একই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
২ সপ্তাহ পূর্বে দুইজন মেহেরপুরের বাইরে থেকে গ্রামে ফেরার পর সরকারিভাবে তাদেরকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এ রাখা হয়।
বৃহস্পতিবার তাদের মেয়াদ শেষ হলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকায় দুই ব্যক্তিকে ফুল তুলে দেন। এসময় মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু সেখানে উপস্থিত ছিলেন।