মেহেরপুর নিউজ,২৩ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আমরা ১১ জন সংস্থার উদ্যোগে গোভীপুর গ্রামের সড়ক আলোকিত করণ করা হয়েছে।
সোমবার রাতে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক আলোকিত করণের উদ্বোধন করেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, আমরা ১১ জন সংস্থার সভাপতি মাসুম পারভেজ, সাধারন সম্পাদক শংকর কুমার দাস,সদস্য স্বজল, তুহিন,জিয়া ,হানিফ, আমিনুল, সেন্টু, হামিদুল,হাফিজুল, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর থানা ব্রীজ থেকে গোভীপুর গ্রাম পর্যন্ত পাষ্টিকের পাইপ দিয়ে পিলার বানিয়ে তার মাথায় বৈদ্যুতিক বাল্ব লাগিয়ে গ্রামের সড়ক আলোকিত করা হয়।