বর্তমান পরিপ্রেক্ষিত

১১টি সিম ও ২টি বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার ।। মেহেরপুরে অবৈধভাবে রেজিষ্ট্রেশন করা সিম সিন্ডিকেটের মুলহোতাসহ দুজন আটক

By মেহেরপুর নিউজ

September 06, 2016

মেহেরপুর নিউজ, ০৬ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে রেজিষ্ট্রেশন সম্পন্ন প্রি এক্টিভেট বাংলালিংক কোম্পানির ২টি এবং রবি কোম্পানির ৯টি সিম, ২টি বায়েমিট্রক ডিভাইসসহ অবৈধ সিম বিক্রি সিন্ডিকেটের মুল হোতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। ওই সকল সিম তারা চড়া দামে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছে পুলিশের কাছে এমন স্বীকারোক্তী দিয়েছে বলে পুলিশ জানায়। সোমবার সন্ধ্যা এবং রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে গাংনী থানার এস আই শংকর কুমার ঘোষ তাদের আটক করেন। আটকৃতরা হলেন: গাংনী চৌগাছা গ্রামর আরজ আলীর ছেলে আক্তারুজ্জামান রানা এবং সদর উপজেলার ফতেপুর গ্রামের মুছা কলিমের ছেলে মামুন আলী। এদের মধ্যে আক্তারুজ্জামান রানা গাংনীর চৌগাছা মোড়ে এম আর নেট কানেকশন দোকানের মালিক এবং মামুন আলী সদর উপজেলার ফতেপুর গ্রামের মা টেলিকমের মালিক। এই সিন্ডিকেটের মূল হোতা মামুন আলী বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছে থেকে উদ্ধারকৃত রবি সিমের ন¤^র গুলি হচ্ছে ০১৮৮৩-০৮৬৭৪৮, ০১৮৮৩-০৮৬৭৫৪, ০১৮৮৩-০৮৬৭৭৪, ০১৮৮৩-০৮৬৭৬১, ০১৮৮৩-০৮৬৭৬২, ০১৮৮৩-০৮৬৭২৮, ০১৮৮৩-০৮৬৭২৬, ০১৮৮৩-০৮৬৭৭২, ০১৮৮৩-০৮৬৭৫৮। বাংলালিংক সিমের ন¤^রগুলি হচ্ছে ০১৯৯৪-০২৭৯৪১,০১৯৯৪-৭২৯৪৭০। এস আই শংকর কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনীর চৌগাছা মোড়ের এম আর নেট কানেকশন নমের দোকানে অভিযান চালানা হয়। এসময় তার দোকানে তল্লাশি চালিয়ে তার ক্যাশ ড্রয়ার থেকে ৯টি রবি কোম্পানির রেজিষ্ট্রেশন করা প্রি অ্যাক্টিভেট সিম উদ্ধার করে দোকান মালিক আক্তারুজ্জামান রানাকে আটক করে থানায় নেয়া হয়। পরে আক্তারুজ্জামানের স্বীকারোক্তিতে সদর উপজেলার ফতেপুর গ্রামে মা টেলিকম নামের একটি দোকানে তল্লাশি চালিয়ে আরো দুটি বাংলালিংক কোম্পানির রেজিষেষ্ট্রেশন করা প্রি অ্যাক্টিভেট সিম এবং ২টি বায়োমেট্রিক ডিভাইস জব্দ করে দোকান মালিক মামুন আলীকে আটক করা হয়। তিনি আরো জানান, মামুন আলী এই সিন্ডিকেটের মুল হোতা। সে অবৈধভাবে সিম রেজিষ্ট্রেশন করে বিভিন্ন স্থনে বাজারজাত করে থাকে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তারা দির্ঘদিন ধরে অবৈধ প্রক্রিয়ায় সিম রেজিষ্ট্রেশন করে চড়া দামে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে বিক্রয় করার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, যাদের কাছে সিম বিক্রয় করেছে তাদের নামের তালিকা তারা দিয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্তদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা সাংবাদিক পরিয়চয় পেয়ে কথা বলতে রাজি হয়নি।