গাংনী অফিস, ১১ জুন:
্ঋণ খেলাপির মামলায় গাংনীর চিৎলা ফার্মের আলোচিত শ্রমিক নেতা আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে বাঁশবাড়িয়া থেকে গ্রেপ্তার করে। পরে তাকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হাজির করে পুলিশ। পরে উপজলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল আগামী এক মাসের মধ্যে ব্যংকের টাকা পরিশোধের শর্তে মুচলেকা রেখে তাকে মুক্তি দেন।
উল্লেখ্য, আটক আলম বাংলাদেশ কৃষি ব্যাংক গাংনী শাখা থেকে ১ লাখ ৬৩ হাজার ৫৩৩ টাকা ্ঋণ নেয়। কিন্তু সময়মত পরিশোধ না করায় বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে তার বিরুদ্ধে আদালতে ্ঋণ খেলাপির মামলা করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক গাংনী শাখায় ১ লাখ ৬৩ হাজার ৫৩৩ টাকা ্ঋণ খেলাপির দায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়ের করা মামলায় আলমকে গ্রেপ্তার করে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে সোপর্দ করে পুলিশ।