মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ মার্চ: হ্যাকারদের কবলে পড়লো মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নামে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট। কুখ্যাত হ্যাকার সংগঠনটির নাম বাংলাদেশ সাইবার আর্মি বলে জানিয়েছে হ্যাকার সংগঠনটি। এমসিইটি সাইটটি হ্যাকিং হওয়ার পর হ্যাকারদের দেওয়া একটি পেজ প্রদর্শিত হয় এবং বাংলাদেশ সাইবার আর্মি মারুফ আলম হিসেবে নিজেদের আক্ষায়িত করে। রোববার বেলা ১২ টার দিকে http://www.mcetmeherpur.edu.bd/ সাইটটি একদল অনলাইন ক্রাইম অপারেটর দ্বারা আক্রান্ত হয়। হ্যাকাররা ওয়েবসাইটির সমস্ত তথ্য মুছে দেয়। অনেক চেষ্টার পরেও কর্তৃপক্ষ তথ্য পূনরুদ্ধার করতে পারেনি। দুপুরে মেহেরপুর কলেজ অব ইজ্ঞিনিয়ারিং এন্ড টেকনোলজির ওয়েবসাইট থেকে তথ্য নিতে গিয়ে শিক্ষার্থীরা চরম দূর্ভোগে পড়ে। এসময় আনেক শিক্ষার্থী জানায় তারা http://www.mcetmeherpur.edu.bd/এই ওয়েবসাইটে থেকে তথ্য নেওয়ার সময় বাংলাদেশ সাইবার আর্মি ডিজে মাফিয়া নামক হ্যাকার সংগঠন তাদের সমস্ত তথ্য মুছে দেয়। এতে শিক্ষার্থীরা চরম হতাশার মধ্যে পড়ে। আকস্মিক এ ঘটনায় মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ ফজলুল হক উদ্বিগ্ন ভাবে জানান, বিটিআরসির পরবর্তী পদক্ষেপ কি নেয় সে বিষয়ে উৎকণ্ঠায় আছি। শিক্ষার্থীরা দাবি জানায় বিটিআরসি যেন দ্রুত কাউন্টার এ্যাটাক করে ওয়েবসাইটটিকে খুলে দেয়।