অন্যান্য

হেরোইন সেবন করাকে কেন্দ্র করে একজনকে ফাস লাগিয়ে হত্যার চেষ্টা

By মেহেরপুর নিউজ

January 10, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারি: হেরোইন সেবন করাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামে সাবদুল নামের এক যুবককে গলায় ফাস লাগিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, কুতুবপুর গ্রামের উজির আলীর ছেলে সাবদুল ও একই গ্রামের আইউব আলীর ছেলে পেচু ঘরে বসে হেরোইন সেবন করছিলো। ওই সময় উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সাবদুল গলায় মাফলার জড়িয়ে ঘরে টানিয়ে রেখে পালিয়ে যায় পেচু। ঘটনার পরপরই প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাবদুলের অবস্থা আশংকাজনক।