বর্তমান পরিপ্রেক্ষিত

হেমায়েতপুরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযােগ

By Meherpur News

April 26, 2025

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গজারিয়া হেমায়েতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য নবীছুদ্দীনের বাড়িতে লাঠি-সােটা নিয়ে প্রকাশ্যে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা এ হামলা ও ভাঙচুর করেছে।

শুক্রবার বিকেলের দিকে এ হামলার ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা নবীছুদ্দীনের স্ত্রী ফাতেমা বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে প্রতিবেশী কোরবান আলীর ছেলে উজ্জ্বল হোসেনের সঙ্গে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার বিষয় নিরসনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে গ্রাম্য সালিশ হয়। সালিশে বিষয়টি এক প্রকার নিরসন হয়। তারপরও সালিশের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকালে উজ্জ্বল ও তার সহযোগীরা আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। তিনি অভিযোগ করে বলেন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের বোন কুলসুম এবং কোরবান দম্পতির ছেলে উজ্জ্বল রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে আমাদের ওপর এই হামলা চালিয়েছে। হামলার সময় উজ্জ্বল তার দলবল নিয়ে আমাদের বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর করে।

এছাড়া বাড়ির চালা, বাগানের রেলিং, দরজা-জানালা ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। অভিযুক্ত উজ্জ্বলের বাড়িতে গিয়ে তাকে না পাওয়া গেলেও, তার স্ত্রী জেসমিন রানী সাংবাদিকদের বলেন, বিষয়টি তেমন কিছু না। কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। আমাদের ওপর মিথ্যা দোষ চাপানো হচ্ছে। তিনি দাবি করেন, বাড়ির পাশের এক মহিলা ইস্মতারা লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ বেশ কিছু স্থানে ভাঙচুর করে। স্থানীয়রা জানান, প্রথমে কথা কাটাকাটির মধ্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে বহিরাগত কয়েকজন দুর্বৃত্ত এসে বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য ও কাজের লোকদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। উভয় পক্ষ থানায় এসে অভিযোগ দায়ের করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।